Skip to content

ফুটবলের সম্রাট পেলের শখের বাড়িটি এখন স্মৃতির কবরস্থান,চলছে লুটপাট!

বাড়িতে পেলের স্মৃতিচিহ্নে ভরা একটি কক্ষ ছিল, কিন্তু এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে!

নিজস্ব সংবাদদাতা : ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী তারকা পেলে। জীবদ্দশায় ফুটবল ভক্তদের তিনি দিয়ে গেছেন অনেক স্মৃতি। তার স্মৃতিগুলোর মধ্যে অন্যতম আরেকটি স্মৃতি হলো তার শখের বাড়িটি। যেখানে তিনি কাটিয়েছেন জীবনের শেষ ৪০ বছর। কিন্তু সেই বাড়িটি এখন যেন পেলে ভক্তদের জন্য স্মৃতির কবরস্থান।চলছে লুটপাট।১৯৮১ সালে নিউইয়র্কের বাড়ি ছেড়ে পাকাপাকি ভাবে ব্রাজিলে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন পেলে। তাই সাও পাওলোর সমুদ্র সৈকতে তৈরি করিয়েছিলেন বিলাসবহুল বাড়ি। সেই বাড়ির এখন বেহাল দশা।২০২২ সালের ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পারি জমান ফুটবলের এই কিংবদন্তি। পেলের মৃত্যুর পর থেকেই অবহেলা আর অযন্তে পরে আছে তাঁর বাড়িটি। দেখভাল করার জন্য কেউ নেই।ব্রাজিলের বিখ্যাত পার্নামবুকো সৈকত থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত এই বাড়িতে রয়েছে ফুটবল সম্রাটের অসংখ্য স্মৃতি। কিন্তু বর্তমানে এই বাড়িতে চলছে স্থানীয় দুষ্কৃতিকারীদের লুটপাট। পেলের পরিবার ও প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। ফলে বিনা বাঁধায় লুটের মহোৎসব চলছে বাড়িটি ঘিরে।

বাড়িতে পেলের স্মৃতিচিহ্নে ভরা একটি কক্ষ ছিল, কিন্তু এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে
ব্রাজিলের বিখ্যাত পার্নামবুকো সৈকত থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত এই বাড়ি
ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর পেলে ২০২২ সালের ডিসেম্বরে 82 বছর বয়সে মারা যান
এক সময়ের বিলাসবহুল বাড়ির উঠোনটিতে এখন একটি নোংরা পুল এবং অতিবৃদ্ধ ঘাস রয়েছে

Latest