Skip to content

তৃণমূল কর্মীর দাদা গিরির প্রতিবাদে বেলদায় ব্যবসায়ীদের বনধ পালন !

1 min read

নিজস্ব প্রতিবেদন পশ্চিম মেদিনীপুর : বেলদা শহরে পুজোর সময় তীব্র বেগে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় স্থানীয় ব্যবসায়ী দীপক দাসকে বেদম প্রহার করেন দিলীপ দাস নামক এক যুবক। ওই যুবক এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। আহত দীপক দাস নামক ব্যবসায়ী কে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়ে স্থানীয় ব্যবসায়ীরা গত সোমবার দু'ঘণ্টা ব্যবসা বনধ পালন করেন। প্রতিবাদ স্বরুপ বিশাল মিছিল করেন। শেষে ব্যবসায়ীরা বেলদা পুলিশকে অভিযুক্ত দিলীপ সহ অন্যান্য হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এফআইআর জমা দেন।

Latest