নিজস্ব সংবাদাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে শুরু হতে চলেছে তিন মাসের বিশেষ সার্টিফিকেট কোর্স। এই কোর্সে বায়োটেকনোলজির ভিত্তিগত ও প্রয়োগের দিকগুলি শেখানো হবে। কোর্সটির নাম হল, ‘ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি’। কোর্সটিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা- দ্বাদশ উত্তীর্ণ। স্নাতক বা স্নাতকোত্তর ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।কোর্সের সময়সীমা- তিনমাস। ক্লাস সপ্তাহে দু’দিন হবে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে অ্যাডমিশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি- ফর্ম পূরণের জন্য ২০০ টাকা জমা দিতে হবে।
ইমেল মারফত এবং ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে।
কোর্স ফি- ৫ হাজার টাকা। আবেদনের শেষ দিন- ৩১ অক্টোবর, ২০২৪।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।