Skip to content

স্বর-আবৃত্তি মেদিনীপুরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবস পালন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : দু-দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব কবিতা দিবস উদযাপন করলো সাংস্কৃতিক সংগঠন স্বর-আবৃত্তি, মেদিনীপুর। কবিতা দিবসকে সামনে রেখে কবিতাকে ভালোবেসে বিধাননগরে চতুর্থ বর্ষ রক্তদান উৎসব আয়োজন করেছিল এই প্রতিষ্ঠান। শিবিরে ৭ জন মহিলা সহ ৩২ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্তদানের সাথে আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী। বিচারকের ভূমিকায় ছিলেন কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রানী দাশগুপ্ত, আগমনী কর মিশ্র, শিবানী পাল, শিলা মহাপাত্র, সুপর্ণা কোলে, সুপর্ণা ব্যানার্জি,পলি পাহাড়ি, শান্তনু দাস, বিকাশ ঘোষ প্রমুখেরা। মূল অনুষ্ঠানটি হয় বৃহস্পতিবার বিদ্যাসাগর হলে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন সংস্কৃতিপ্রেমী সৌমেন ঘোষ,ঋত্বিক ত্রিপাঠী, ডাঃ সুহাস রঞ্জন মন্ডল ও দীপক বসু। এই অনুষ্ঠানে প্রকাশিত হয় শুভদীপ বসুর ছোটদের আবৃত্তি যোগ্য কবিতার সংকলন আবৃত্তির ডায়েরি । মোড়ক উন্মোচন করে ছোট্ট শ্রীশায় বসু।বিষ্ণুপদ কুইল‍্যা প্রকাশ করেন আবৃত্তির অ্যালবাম 'দূরকে করিলে নিকট'। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ছাড়াও কাব্য ডিঙা, কথায় ও তুলিতে,আবৃত্তি কলা কেন্দ্র, কাব্য ও কলা প্রতিষ্ঠানগুলি আবৃত্তি পরিবেশন করেন। কবিতার গান পরিবেশন করেন অজন্তা দে,আলোক বরন মাইতি ও সুমন্ত সাহা। একক আবৃত্তি পরিবেশন করেন কাবেরী গাঙ্গুলী, সুতনুকা মিত্র মাইতি, সুদীপ্তা মিশ্র ও কৃষ্ণেন্দু ঘোষ। অমিয় পাল ও মালবিকা পালের সাথে শুভদীপের আলাপচারিতার অংশটি ছিল প্রাঞ্জল। একলব‍্য থিয়েটার এসোসিয়েশনের 'দাঁড়াও পথিকবর'নাটকটি ছিল মনোগ্রাহী। অনুষ্ঠানে মেদিনীপুরের বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে স্বর-আবৃত্তি ও নটরাজ ডান্সএকাডেমীর যৌথ নিবেদন 'আমরা চলি সমুখ পানে' সকলের নজর কাড়ে। এবছর স্বর-আবৃত্তি সম্মান তুলে দেওয়া হয় বিশিষ্ট সংগীত শিল্পী বিশ্বেশ্বর সরকারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগপতি, চন্দন বসু লক্ষণ চন্দ্র ওঝা , জয়ন্ত সাহা, বিদ্যুৎ পাল,সুদীপ খাঁড়া,সুব্রত মাইতি,সম্রাট চৌধুরী, পার্থ দাস,মনিকাঞ্চন রায়সহ বিশিষ্ট গুণীজনেরা। এই অনুষ্ঠানেই 'দোসর' পত্রিকার আয়োজনে কবিতাপাঠের আসর অনুষ্ঠিত হয় ।কবিতা পাঠ করেন অচিন্ত্য নন্দী,সিদ্ধার্থ সাঁতরা, অভিনন্দন মুখোপাধ্যায়, আনন্দরূপ নায়েক,শায়েরি চক্রবর্তী, রাজশ্রী ষড়ঙ্গীরমত বিশিষ্ট কবিরা। কবিতা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি নির্মাল্য মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা সঞ্চালনা করেন অখিল বন্ধু মহাপাত্র শতাব্দি গোস্বামীও সৌম্যদীপ চক্রবর্তী। স্বর-আবৃত্তির অধ্যক্ষ শুভদীপ বসু বলেন, বিগত ৬ বছর ধরে এই দিনটি আমরা শ্রদ্ধার সাথে পালন করে আসছি ।চার বছর ধরে চলছে রক্তদান শিবির। আবৃত্তিকে ভালোবেসে এই উৎসবে শহরের সংস্কৃতিবান মানুষেরা পাশে থেকে সাহস দেন। এই দুদিনের উৎসবে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানো অংশগ্রহণ করেন। কবিতার প্রতি এই দায়বদ্ধতা আমাদের এগিয়ে চলার মন্ত্র।" স্বর-আবৃত্তির পক্ষ থেকে আপামর মেদিনীপুরবাসীকে ধন্যবাদ জানান মনীষা বসু ও দীপা বসু।

Latest