Skip to content

এন সি সির উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন!

1 min read

নিজস্ব প্রতিবেদন :  মঙ্গলবার এন সি সি'র ৪৫ বেঙ্গল ব্যাটালিয়ান এর উদ্যোগে পালিত হলো বিশ্ব নদী দিবস। এই উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো 'পুনিত সাগর অভিমান'। এই কর্মসূচি উপলক্ষ্যে মেদিনীপুর গান্ধী ঘাটে কংসাবতী নদী তীরবর্তী এলাকায সাফাই অভিযান চালানো হয় এন সি সি'র পক্ষ থেকে। এই কর্মসূচিতে এন সি সি'র মেদিনীপুর কলেজ ইউনিট ও চুয়াডাঙ্গা হাইস্কুল ইউনিটের পক্ষ থেকে ৩১ জন ছাত্রছাত্রী ক্যাডেট অংশ নেন। কর্মসূচিতে ক্যাডেটদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন হাবিলদার জয়জিৎ ঘোষ, হাবিলদার আমন থাপা , চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।

Latest