Skip to content

চলন্ত ট্রেনের এসি কামরায় জানলা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকালে ওড়িশার ভদ্রক স্টেশন দিয়ে যখন পুরীর দিকে যাচ্ছিল ট্রেনটি, তখন তা লক্ষ্য করে গুলি ছোড়া হয়ে বলে অভিযোগ। গুলির অভিঘাতে ট্রেনে গার্ডের কামরার জানলার কাচ ভেঙে গিয়েছে।জানা গিয়েছে, গুলি চলেছে পুরীগামী ১২৮১৬ নন্দন কানন এক্সপ্রেসের একটি এসি কামরার জানলা লক্ষ্য করে। ঘটনাটি জানিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে রেল। তাতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৯.২৫ মিনিট নাগাদ নন্দন কানন এক্সপ্রেস ভদ্রক স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের এসি কামরার জানলার কাঁচে গুলি লাগার ছবি, ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তাতে দেখা যাচ্ছে ওই ট্রেনটির একটি এসি কোচের জানলায় গুলির দাগ, ভেঙে গিয়েছে কাঁচ। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, এই ঘটনার পর আরপিএফ কর্মীরা নন্দন কানন এক্সপ্রেসটিকে বাড়তি সুরক্ষা প্রদান করে।

Latest