Skip to content

মারণ-ব্যাধি ব্লাড ক্যানসারের সঙ্গে লড়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে অভিজিৎ!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিবেদন : এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্ত মারণ-ব্যাধি ব্লাড ক্যানসারে। গতবার উচ্চ মাধ্যমিকে বসার কথা থাকলেও,অসুস্থতার কারনে বসতে পারেনি। চলছে চিকিৎসা। কিন্তু এইবার অনড় দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ব্যানার্জিডাঙা হাই স্কুলের কলা বিভাগের ছাত্র অভিজিৎ দণ্ডপাট। বয়স ঊনিশ বছর। বাড়ি গড়বেতা ১ ব্লকের আমলাগোড়া অঞ্চলের জুনশোল গ্রামের গোয়ালাপাড়ায়। বাবা উদয় দণ্ডপাট রঙের কাজ করে কোনো রকম করে দিন গুজরান। এরই মধ্যে বছর আটেক আগে একমাত্র দিদির মৃত্যু হয় ব্লাড ক্যানসারে। বছর দু’য়েক আগে হারিয়েছে মাকেও। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকায় কাজ শুরু হওয়া বাড়িতেই চলে বাবা-ছেলের সংসার। সব হারিয়েও দারিদ্রতার সাথে লড়াই করে এগিয়ে চলছে অভিজিৎ। এই লড়াইয়ে পাশে থাকছে শ্যামল সাহার মতো মানুষেরা।পরীক্ষা দিতে যাওয়ার জন্য টোটো ভাড়ার টাকা দিয়েছেন তিনি। কখনও আবার অন্যান্যরা দিয়েছেন পুষ্টিকর খাবার কিনে,কেউ বা দেন পড়াশোনার খরচ। পরীক্ষার্থী অভিজিৎ বলেন, ‘‘দিদিরও ব্লাড ক্যানসার হয়েছিল। দিদি যখন অষ্টম শ্রেণিতে পড়ে তখন মারা যায়। আসলে আমরা তো গরীব। সামান্য কৃষি জমি আছে। বাবা অন্যকে দিয়ে চাষ করায়। অত টাকাপয়সা ছিল না বাবার।’’ এরপর বলে ‘‘২০২৩ সালের জুন মাসে আবার আমার ব্লাড ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা চলছে। প্রচুর খরচও হচ্ছে। অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন বলে মনে জোর পাচ্ছি।’’ অভিজিৎ হতে চান উচ্চ শিক্ষিত। ভবিষ্যতে কারিগরি শিক্ষা নিয়ে পড়তে চাই। স্বপ্ন রোজগার করে অভাবী বাবার দুঃখ ঘোচানো। এক দিকে বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তারই সাথে অন্য দিকে রয়েছে উচ্চ শিক্ষিত হওয়ার তীব্র বাসনা!

Latest