Skip to content

গ্রেফতার ৩৫০ কোটির চিটফাণ্ড কেলেঙ্কারি!

1 min read

নিজস্ব সংবাদদাতা : প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল আসানসোলের নেতার ছেলে তহসিন আহমেদ। বহু দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি, অবশেষে পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে গতকাল অর্থাৎ শনিবার রাতে গ্রেপ্তার হলেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, তিনি পালানোর চেষ্টা করছিলেন। ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে পাকড়াও করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধারও হয়েছে প্রায় আড়াইশো গ্রাম সোনা, বর্তমানে যার মূল্য ৪০ লাখ টাকারও বেশি।প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ। আর সেই কারণে তিনি প্রতিবার পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু অবশেষে পুলিশের নজরদারিতে এবং চেষ্টায় গ্রেফতার হলেন তহসিন। পুলিশ সূত্রে খবর, তহসিন যখন ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করছিলেন সেই সময় ফাঁদ পেতে তাঁকে পাকড়াও করা হয়। এরপর ১৯ নম্বর জাতীয় সড়কের উপর চন্দ্রচূড় মোড়ের কাছ থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াইশো গ্রাম সোনা, বর্তমানে যার মূল্য ৪০ লক্ষ টাকারও বেশি।

Latest