Skip to content

আর জি করের ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় ফের পথে মেদিনীপুর খড়্গপুরের মানুষ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গোটা রাজ্যের পাশাপাশি রবিবার সন্ধ্যায় মেদিনীপুর এবং খড়্গপুর শহরের ডাক্তার, নার্স এবং শিক্ষকরাও RG KAR ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় একত্রিত হয়েছিলেন। আর এ বার WE WANT JUSTICE, NOT WE DEMAND JUSTICE স্লোগান উঠেছে । রবিবার সন্ধ্যায় মেদিনীপুর এবং খড়্গপুর শহরে করা হলো মশাল মিছিল। এদিন সন্ধ্যায় কয়েক শতাধিক পুরুষ মহিলা অংশ নেয় এই মশাল মিছিলে। মিছিল শেষে শহরের গান্ধী মুর্তির পাদদেশে জমায়েত হয়ে আর জি করের ঘটনার বিচারের দাবি তোলেন। রবিবার রাত্রি ১১ নাগাদ মেদিনীপুর শহরে এই মিছিল পরিক্রমা করে। পরে শহরের নান্নুরচকে মিছিল গুলি জমায়েত হয়ে আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং ধর্ষনে অভিযুক্ত সঞ্জয় রাই এর কুশপুতুল দাহ করে প্রতিবাদীরা।

রবিবার সন্ধ্যায় খড়্গপুরের মানুষ

Latest