Skip to content

সমাজকর্মী আন্না হাজারে কি বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে!

নিজস্ব সংবাদদাতা :  একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন সমাজকর্মী আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতির বিরোধী আন্দোলন করতেই জন্ম নিয়েছিল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়ে আন্না হাজারে বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল এক সময় আমার সঙ্গে কাজ করতেন। সেই সময়, তিনি মদের দুর্নীতি বিরুদ্ধে আওয়াজ তুলতেন। সেই তিনিই এখন আবগারি দুর্নীতি নীতি তৈরি করছেন দেখে আমি খুব কষ্ট পেয়েছি। নিজের এই কাজে জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনিই বা কী করবেন? ক্ষমতার সামনে কেউ কিছু করতে পারে না। গ্রেফতার হয়েছেন, এখন যা হবে আইন অনুযায়ী হবে। দিল্লির আবগারি দুর্নীতি নীতি নিয়ে আমি তাঁকে দুবার চিঠি লিখেছিলাম। কিন্তু কেজরিওয়াল সেই সময় আমার কথা শোনেননি। কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া আমাদের আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমি তাঁদের সর্বদা দেশের কল্যাণে কাজ করতে বলেছিলাম। কিন্তু তাঁরা সেই কথা মাথায় রাখেননি। আমি এখন আর তাদেরকে কোনও উপদেশ দেব না।

Latest