Skip to content

আসানসোলের নবম শ্রেণির শিক্ষার্থীকে কাজ দেওয়ার নাম করে ভিন রাজ্যে পাচার করার অভিযোগ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : গত প্রায় ১৫ দিন ধরে নিখোঁজ আসানসোলের নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। অভিযোগ অন্যত্র কাজ দেওয়ার টোপ দিয়ে ওই নাবালিকাকে ভিন রাজ্যে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও খোঁজ মেলেনি দরিদ্র অসহায় পরিবারের ওই নাবালিকার।আসানসোলের ২ নম্বর মহিশীলা কলোনির খেজুর তলায় বাসিন্দা নিখোঁজ শিক্ষার্থীর নাম কিরণ লাল।

আসানসোলের ২ নম্বর মহিশীলা কলোনির খেজুর তলায় বাসিন্দা নিখোঁজ শিক্ষার্থীর কিরণ লাল

কিরণ লাল আসানসোল গুরু নানক স্কুলের নবম শেণির ছাত্রী । জানা গেছে গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ। অভিযোগ কাজ দেওয়ার নাম করে ও টাকার লোভ দেখিয়ে ডামরা এলাকার বাসিন্দা ভিকি পাসোয়ান নামে গ্যারেজ মেকানিক ওই ছাত্রীকে নিয়ে গিয়ে ভিন রাজ্যে পাচার করে দিয়েছে। নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন মাঝে একবার অচেনা একটি মোবাইল নম্বর থেকে বাড়িতে ফোন করেছিল ওই ছাত্রী। তারপর থেকে ওই মোবাইল নম্বরটি সুইচ অফ রয়েছে।ছাত্রীর বাবা রাজেশ লাল জানান, মেয়ে যেদিন নিখোঁজ হয় সেদিনই আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ। কিন্তু তার পর থেকে তদন্তের স্বার্থে পুলিশ কি করছে কিছুই জানা যাচ্ছে না। এরই মধ্যে রেখা ভট্টাচার্য নামে এক মানবধিকার কর্মী থানায় ওই তদন্তের বিষয়ে খোঁজ খবর নিতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে সমাজকর্মী তথা পেশায় আসানসোলের স্কুল শিক্ষক বিশ্বনাথ মিত্র বলেন, আমাকে বিষয়টি দেখতে অনুরোধ করে পরিচিত এক দুজন ঘটনাটি জানান। আমি ইতিমধ্যেই ৮৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কল্যাণী রায়কে বিষয়টি অবগত করেছি। চাইল্ড লাইনেও (১০৯৮) আমি গোটা বিষয়টি জানিয়েছি। তারা নিজেদের মতো করে বিষয়টি দেখছে। 

Latest