Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদার সাথে পালিত হলো মুসলিম সম্প্রদায়ক মানুষদের শবে বরাত!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আরবি শাবান মাসের নাম 'আশ শাবানুল মুআজজম'। এটি হিজরি বর্ষপঞ্জির অষ্টম মাস। সারা বিশ্বের সঙ্গে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ক মানুষদের শবে বরাত বা লাইলাতুল বরাত, এর অর্থ হল সৌভাগ্য এবং আল্লার কাছে ক্ষমা প্রার্থনার রাত। ইসলামী ক্যালেন্ডার শাবান মাসে ১৪ তারিখের দিবাগত রাতে শবে বরাতের সূচনা হয়। আরবি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবতী রাতটা হল সৌভাগ্যের রাত । এই দিনটিতে মুসলিম সম্প্রদায মানুষেরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বাড়িতে ও বিভিন্ন মাজার ,কবরস্থানে গিয়ে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। রাত থেকে ভোর সকাল পর্যন্ত বাড়িতে, মসজিদে নফল নামাজ নামাজ আদায় করে, তার সাথে জিকির ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ তায়ালার কাছে বিগত জীবনের সব ভুল ভ্রান্তি পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি এই দিন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজেদের বাড়িতে রংবেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলে এমনই চিত্র উঠে আসে মেদিনীপুর শহরে। শবে বরাত আসল উদ্দেশ্য কি সংবাদ মাধ্যমকে জানান আব্দুল ওয়াহেদ তিনি বলেন আজকের দিনটি হল মুসলিম সম্প্রদায়ের জন্য এবাদাতের রাত, যাকে ইসলামী ভাষায় বলা হয়‘ লাইলাতুল বরাত’ অর্থাৎ সৌভাগ্যে রাত। আজকের রাতে আল্লাহতালা সকলের কপালে সারা বছরের রুটি-রুজি জন্ম মৃত্যু লেখন করে , এছাড়া গুনাকে ক্ষমা করেন আল্লাহ। এই রাতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কবর স্থানে গিয়ে আল্লাহর কাছে তাদের মাগ- ফিরাতের জন্য প্রার্থনা করা। আজকের দিনে বাড়িতে সকাল থেকে রোজা রাখা হয় এছাড়া বিভিন্ন রকমের হালুয়া, ফিন্নি ,রুটি , রান্না হয়। পাশাপাশি গরিব এতিমদেরকে ও আত্মীয়-স্বজনের মধ্যে নেওয়া দেওয়া হয়।

Latest