উত্তর প্রদেশ, নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের বরেলিতে পরীক্ষার সময় স্যানিটারি প্যাড চাওয়ায় এক একাদশ শ্রেণির ছাত্রীকে এক ঘন্টা ধরে তার শ্রেণীকক্ষের বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ছাত্রীটি শনিবার পরীক্ষার জন্য স্কুলে গিয়েছিল।স্কুলে থাকাকালীন মেয়েটির মাসিক রক্তস্রাব শুরু হলে ছাত্রীটি অধ্যক্ষের কাছে সাহায্য চেয়েছিল। সাহায্যের পরিবর্তে তাকে উপেক্ষা করা হয়েছিল এবং দুর্ব্যবহার করা হয়েছিল বলে এই অভিযোগ উঠে। যা নিয়ে রীতি মতো শোরগোল পড়ে যায় প্রশ্ন উঠে নারীদের সম্মান রক্ষার্থের ব্যাপারটিও। ইতিমধ্যে ছাত্রীর বাবা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা স্কুল পরিদর্শক (DIOS), রাজ্য মহিলা কমিশন এবং মহিলা কল্যাণ বিভাগের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনা প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক দেবকী নন্দন নিশ্চিত করেছেন যে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে।