Skip to content

১২ বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে বছর ষাটের বৃদ্ধের ২০ বছরের সশ্রম কারাদণ্ড.......

1 min read

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা : গত বছরের মে মাসে পিংলা থানার এলাকায় ১২ বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে উঠে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। চলছিল মামলাও। অভিযুক্ত শেখ মজুকে দোষী সাব্যস্ত করেন পশ্চিম মেদিনীপুর জেলা দায়রা ও জজ আদালত। অভিযুক্ত বৃদ্ধকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ মে বছর ১২-র ওই নাবালিকা পেন কিনতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু রাস্তাতে দেখা হয় পাড়ার বছর ষাটের ওই বৃদ্ধের সঙ্গে। এরপরই চপ মুড়ি কিনে দেবে বলে নিয়ে যায় নিজের সঙ্গে। এলাকার একটি কচুবনে নাবালিকাকে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করতে থাকেন। এমনকি ধর্ষণের পরে নাবালিকাকে মেরে ফেলারও হুমকিও দেওয়া হয়। প্রথমে ভয় পেয়ে চুপ ছিল ওই নাবালিকা। পরে,ঘটনার তিন থেকে চারদিন বাদ পরিবারের সদস্যদের ঘটনার কথা খুলে বলে। সেই ভিত্তিতে পরিবারের তরফ থেকে পিংলা থানায় এলাকার ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে এই মামলায় রায় শোনাল আদালত।

Latest