Skip to content

মেদিনীপুর শহর লাগোয়া গোলাপীচকে যাত্রীবাহী বাস ভাংচুরের অভিযোগ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহর লাগোয়া গোলাপীচকে যাত্রীবাহী বাস ভাংচুরের অভিযোগ বনধ সমর্থনকারীদের বিরূদ্ধে। ঘটনার পরই ভয়ে বাস থেকে নেমে যায় যাত্রীরা। বাসযাত্রীদের অভিযোগ, ১০/১২ জন বাইকে করে এসে রাস্তায় বাস থামিয়ে ইট, পাথর ও রড দিয়ে বাসে ভাংচুর চালায়। এরপরই বাইক নিয়ে পালিয়ে যায় তারা। এমনই সি সি টিভি তে ধরা পড়েছে একজন সামনে থেকে পাথর ছড়িয়ে বাসের সামনের কাঁচ ভাঙতে । ভয়ে আতঙ্কে পড়ে বাস যাত্রীরা। ঘটনার পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

Latest