Skip to content

দুর্গাপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মিলল কেঁচো!

1 min read

নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার ১৭০নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একশোরও বেশি শিশু এবং গর্ভবতী মহিলা আছেন ৷ এলাকাবাসীর অভিযোগ, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য বরাদ্দ থাকলেও সঠিকভাবে রান্না হয় না ৷ শুক্রবার সকালে একটি শিশুর পাতে খিচুড়ি ও ডিমের সঙ্গে কেঁচো পড়ে থাকতে দেখা যায় । এদিন দেওয়া হয়েছিল খিচুরি ও সেদ্ধ ডিম। এরপরই এক শিশু ওই খাবার খেয়ে বমি করলে শিশুর মা নাজমা বিবি লক্ষ্য করেন তার শিশুর খাবারে কেঁচো ভাসছে। সঙ্গে সঙ্গে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান ও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীকে বিষয়টি জানান। কিন্তু অভিযোগ খাবারে পোকার বিষয়টি জানতে পেরে নাজমা বিবির সঙ্গে দুর্ব্যবহার করেন কেন্দ্রের কর্মীরা। পরে জানা আরও বেশ কয়েকটি শিশু ওই খাবর খেয়ে বমি করেছে। এরপরই শিশুর অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন ও এলাকার সকলে মিলে প্রতিবাদ জানান ও বিক্ষোভ দেখান।

Latest