নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরের সিটিসেন্টারে অবস্থিত সেন্ট্রাল লাইব্রেরিতে হিন্দি বিভাগের ডিজিটাল লাইব্রেরী উদ্বোধন হল। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সহযোগিতায় পশ্চিমবঙ্গের জেলা গ্রন্থাগার গুলির মধ্যে প্রথম আত্মপ্রকাশ হলো হিন্দি বিভাগের ডিজিটাল লাইব্রেরী।উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস . পোন্নাম্বালাম,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, জেলা গ্রন্থাগার আধিকারিক নির্মাল্য অধিকারী,দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকরা।

পুস্তকের পাশাপাশি এবার থেকে সকল শিক্ষার্থীর জন্য এক ছোঁয়াতেই হাতের নাগালে আপডেটেড সমস্ত বিষয় পাওয়া যাবে।এই পরিষেবাই উপকৃত হবে সকল শিক্ষার্থী। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পোন্নামবালাম সিটি সেন্ট্রাল লাইব্রেরী জন্য ৮ লক্ষ টাকার মতন সহযোগিতা করেছেন।

দুর্গাপুরের সমস্ত শ্রেণীর মানুষ এসে ডিজিটাল লাইব্রেরিতে পড়ার সুযোগ পাবে। এছাড়াও ২ থেকে ৬ বছরের শিশুদের জন্য খেলার সাথে সাথেই শিক্ষালাভ করতে পারবে।তাতে জেলার মানুষ উপকৃত হবে।