নিজস্ব সংবাদাতা : সারা বাংলা দাবা সংস্থা ও পশ্চিম বর্ধমান দাবা সংস্থার যৌথ উদ্যোগে বার্নপুর রিভার সাইড স্কুল আসানসোল ও পূরভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুরের যৌথ সহযোগিতায় রবিবার সকাল নটা থেকে শুরু হল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল র্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের খুদে ছাত্র-ছাত্রীরা এদিন খুব সকাল থেকেই উপস্থিত হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সিধু কানু ইনডোর স্টেডিয়ামে। প্রায় ৬০০ খুদে দাবারু, দাবা খেলায় কিস্তি মাত দিতে এদিন হাজির হয়।দুর্গাপুর শিল্পাঞ্চলের বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুল পূরভ ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর তথা পশ্চিম বর্ধমান চেস সংস্থার অন্যতম কর্ণধার সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “দুর্গাপুর শিল্পাঞ্চল শিল্প নগরীর সাথে সাথে এখন শিক্ষা নগরীতে পরিণত হচ্ছে দ্রুত। দুর্গাপুরের বিভিন্ন স্কুলে খুব দক্ষ দাবা খেলোয়াড় রয়েছে বলে আমাদের প্রাথমিক সমীক্ষায় জানতে পেরেছি। তাই সারা বাংলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে আমরা দুর্গাপুরে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট স্কুল র্যাপিড চেস টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত করছি। আমাদের প্রয়াস দুর্গাপুর থেকে আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় তৈরি করে দুর্গাপুর তথা সারা ভারতবর্ষকে গর্বিত করা।