নিজস্ব সংবাদদাতা : ৯ই নভেম্বর রবিবার সকালে দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের প্রঙ্গনে গায়ত্রী মন্ত্র উচ্চারণ ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় ম্যারাথন দৌড়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং দৃঢ়তা গঠনে খেলাধূলা এবং শারীরিক সুস্থতার গুরুত্বের কথা উল্লেখ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব জোন-১) শ্রী অভিষেক গুপ্ত, আইপিএস এবং ১০ বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল হিতার্থ সারভাইয়া।এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ম্যারাথন দৌড়ের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার, মেয়েদের জন্য তিন কিলোমিটার এবং বাবা-মা এবং প্রাক্তন ছাত্রদের জন্য দুই কিলোমিটার দৌড়ের ব্যবস্থা ছিল। এদিনের ম্যারাথন দৌড়ে ৫০ জন ছেলে, ৪৭ জন মেয়ে, ৭৫ জন অভিভাবক এবং ১৬ জন প্রাক্তন ছাত্র অংশগ্রহণ করেছিলেন।ম্যারাথনে জয়ীদের জন্য ছিল আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা। ছেলে এবং মেয়ে বিভাগে প্রথম পাঁচজন দৌড়বিদের জন্য যথাক্রমে ৭,০০০ টাকা ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা, ২,০০০ টাকা এবং ১,০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। যেখানে অভিভাবক এবং প্রাক্তন ছাত্রদের যথাক্রমে ৪,০০০ টাকা, ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।