নিজস্ব সংবাদদাতা : চিরাচরিত প্রথা মেনে বছরের প্রথম দিন শুরু হল দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব। বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দুর্গাপুরের গামন ব্রিজ ফুটবল ময়দানে কল্পতরু উৎসব তথা মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নাম বলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ। এদিন মেলা কমিটির তরফ থেকে ২০লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবার ৪৫তম বর্ষে পদার্পণ করল এই মেলা। চলবে ১০তারিখ পর্যন্ত । এই মেলার প্রাচীনত্ব বা চালু হবার সময় নিয়ে সেভাবে কিছু তথ্য না পাওয়া গেলেও স্থানীয় মানুষদের থেকে জানা যায় স্থানীয় সাধুডাঙ্গার কালীকানন্দ আশ্রম থেকেই দুর্গাপুরে কল্পতরু উৎসবের শুরু, কালে যা মেলায় রুপান্তরিত হয়। প্রতিবারের মতো এবারও সাধারণ মেলার পাশাপাশি থাকছে বইমেলা ও কৃষি মেলা । এবছর কল্পতরু মেলায় ২৫০টিরও বেশি স্টল বসেছে। খাবার, পোশাক, খেলনা ও স্থানীয় হস্তশিল্পের পাশাপাশি রয়েছে বইমেলা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। এছাড়াও মেলার সাংস্কৃতিক মোহর মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি জাতীয় স্তরের শিল্পীরাও থাকবেন।