Skip to content

দুর্গাপুর টাউনশিপে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এটিএম লুট!

নিজস্ব সংবাদদাতা : বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এটিএম মেশিন ভেঙে চম্পট দিল দুষ্কৃতীর দল। খবর পেয়ে ছুটে এলো পুলিশ। আজ শনিবার, ৮ নভেম্বর সাতসকালে টাকা তুলতে এসে স্থানীয়রা দেখেন এটিএম মেশিন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।

এটিএম কাউন্টারের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিকেলস টাউনশিপের এই ঘটনায় এখন ব্যাপক আতঙ্ক স্থানীয়দের মধ্যে। টাউনশিপে বাড়তে থাকা দুষ্কৃতী তান্ডবের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।আপাতত এটিএম কাউন্টারটির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এটিএম কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগ নিয়েই হানা দিয়েছিল দুষ্কৃতীরা। গোটা বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে পুলিশ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যে ভাবে এটিএম লুট করার চেষ্টা করা হয়েছে, তাতে এলাকার নিরাপত্তা নিয়ে আশঙ্কায় স্থানীয়রা।

Latest