নিজস্ব সংবাদদাতা :  পূর্ব ঘোষণা মতোই অন্ডালের কাজী নজরুল বিমান বন্দর থেকে চালু হল অন্ডাল থেকে বারাণসী সরাসরি বিমান পরিষেবা। ইন্ডিগোর এই ফ্লাইট চালু হয়েছে ২৮ অক্টোবর থেকে। দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই ফ্লাইট চলছে সপ্তাহে তিন দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার। যাত্রায় সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট।প্রসঙ্গত গত অগস্ট মাসে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল। বৈঠকে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং আরও একাধিক রুটে ফ্লাইট পরিষেবা চালু করার ব্যাপারে আলোচনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ভূবনেশ্বর, বাগাডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত ফ্লাইট পরিষেবা চালু রয়েছে। স্থানীয় ব্যবসায়ী মহল জানিয়েছেন, “বারাণসী-র সঙ্গে সরাসরি আকাশপথে যুক্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাণিজ্যিক দিক ছাড়াও এটি সাংস্কৃতিক ও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে।