পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার অমৃত (অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (AMRUT) প্রকল্পের পাইপ গোডাউনে আগুন লাগে। বুধবার সকাল ১১ টা নাগাদ স্থানীয় মানুষেরা জর্জকোর্ট লাগোয়া পৌরসভার পাইপ গোডাউন থেকে প্রচুর পরিমানে ধুঁয়া বেরোতে দেখে পৌরসভায় খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান মেদিনীপুর পৌরসভার পরপ্রধান সৌমেন খান, CIC মিতালী ব্যানার্জী সহ অন্যান্যরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। এপর্যন্ত পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পৌরপ্রধান সৌমেন খান জানান, আনুমানিক ২০ লক্ষ টাকার পাইপ ও অন্যান্য সরঞ্জামের ক্ষতি হয়েছে।