নিজস্ব সংবাদদাতা : ২৩ শে ফেব্রুয়ারি রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে থেকে শুরু হল ঘাটাল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে বার্ষিক উৎসব এবং ধর্মসভা। সকাল বেলায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের ভক্ত জনেরা, এলাকাবাসী এবং স্কুলের কোচিকাঁচাদের নিয়ে একটি বিশাল বর্ণাঢ্য প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।আশ্রমের আবাসিক পড়ুয়ারা শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র ও শিবঠাকুর সেজে এই শোভাযাত্রায় যোগ দেন। এ দিন সেবাশ্রমে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন পূজনীয় প্রার্থনানন্দ মহারাজ,সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন মেদিনীপুর ও সভাপতি পশ্চিম মেদিনীপুর, শ্রীগোপেন্দ্রনাথ চৌধুরী, সমীরণ ভৌমিক প্রমুখ । উক্ত ধর্মসভায় মহারাজ ঘাটাল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ওতপ্রোত ভাবে জড়িত ও নিঃস্বার্থভাবে যে ৬(ছয়) জন ডাক্তারবাবু ও একজন কম্পাউন্ডার দুস্থ এবং সকল রুগীদের চিকিৎসা করেন সেইসব ডাক্তারবাবুদের ও কম্পাউন্ডারের হাতে উপহার তুলে দিলেন। সেইসব ডাক্তার বাবুদের নাম হল - Dr.Arabinda Bhattacharya, Dr. Anutosh Patra, Dr. Partha Sarathi Bera, Dr Pijus Ghosh , Dr. chhabi Ghosh, Dr. Kalyan Bhadra & Santwanu Hazra ( comp)। উক্ত ধর্মসভায় মহারাজ ঠাকুর,মা ও স্বামীজীর সম্বন্ধে সুন্দর আধ্যাত্মিক বক্তব্য রাখলেন। তারপর বক্তব্য রাখলেন বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শ্রীগোপেন্দনাথ চৌধুরী মহাশয়।দুপুর ১২:৩০ মিনিটে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে বসে প্রসাদ সর্বস্তরের জনগণের জন্য ছিল ।

