Skip to content

বেআইনি ভাবে পঞ্চায়েত সদস্যার আত্মীয়ের পুকুর ভরাট চলছে জোর কদমে!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী : বেআইনি ভাবে পঞ্চায়েত সদস্যার আত্মীয়ের পুকুর ভরাট চলছে জোর কদমে। দিনের আলোয় ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ঢালা হচ্ছে পুকুরে। নিশ্চুপ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সব কাজের অনুমতি হয় না। বক্তব্য স্থানীয় পঞ্চায়েত সদস্যা রীতা মাইতির স্বামী সুশান্ত মাইতির। আর তাই অনুমতি ছাড়াই পুকুর ভরাটের কাজ চলছে জোর কদমে। পঞ্চায়েত সদস্যার দাবি, পুকুর পাড় বাধানোর জন্যই নাকি পুকুরে মাটি ফেলা হচ্ছে । খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে হাতেনাতে দুটি ট্রাক্টর আটক করে ঘটনাস্থল থেকেই। যদিও যিনি পুকুর ভরাট করছেন সেই পুকুর মালিক প্রভঞ্জন মাইতির বক্তব্য, পুকুরের পাড় বাঁধানো হচ্ছে। যদিও ছবি বলছে অন্য কথা। খবর পেয়েই ঘটনাস্থলেই চলে আসেন ভূমি দপ্তরের আধিকারিক। তিনি পরিষ্কার জানিয়ে দেন, পুকুর ভরাটের কোনো অনুমতিই নেই। ফলে প্রশাসনিক হস্তক্ষেপে পুকুর ভরাটের কাজ আপাতত বন্ধ করা হলো। নির্দেশ দেওয়া হয়েছে পুকুর থেকে সমস্ত মাটি তুলে ফেলার। পুকুর সংস্কার করলে তাতে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।

Latest