Skip to content

মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী মল্লিক পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের চেষ্টা!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী মল্লিক পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের চেষ্টা। আইনি স্বীকৃতি নেই স্বীকারোক্তি অভিযুক্তর। ইমেইল মারফত অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে, গোটা বিষয় খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জেলা শাসকের। মেদিনীপুর শহরের মল্লিক চকে ঐতিহ্যবাহী মল্লিক পুকুর বুজিয়ে বেয়াইনি নির্মাণ করার চেষ্টা চালাচ্ছিল পুকুর মালিকেরা। খবর পেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর, জেলাশাসকের দপ্তর, মেদিনীপুর পৌরসভার পৌর প্রধানের কাছে লিখিত অভিযোগ জানান জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুচ্ছাইত। গোটা বিষয় নিয়ে অভিযুক্ত পুকুর মালিকের স্বীকারোক্তি, কোন অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করছিলেন তারা। গোটা বিষয় নিয়ে জেলাশাসক খুরশিদ আলী কাদেরী জানিয়েছেন, একটি বিশেষ দল করে গোটা বিষয় খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করেছেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরাও। কাউন্সিলরকে না জানিয়ে বেআইনিভাবে নির্মাণ কাজ শুরু করা হচ্ছিল বলে দাবি করেছেন এলাকার সিপিএম কাউন্সিলর সৃজিতা দে বক্সী। গোটা ঘটনা নিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

Latest