Skip to content

বিশ্বের সামনে ফের একবার পাকিস্তানের জঙ্গি মাসুদ আজহার কার্যকলাপের ছবি ফাঁস করে দিল ভারত!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, পড়শি দেশের বাহাওয়ালপুরে এক জনসভায় নাকি ভাষণ দিতে দেখা গিয়েছে পুলওয়ামা হামলার মূল চক্রী সন্ত্রাসবাদী নেতা মাসুদ আজহারকে। আর তার পরই ইসলামাবাদকে আক্রমণ করল ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, যদি এই রিপোর্ট সত্যি হয় তা পাকিস্তানের ‘দ্বিচারিতা’কেই নতুন করে তুলে ধরল।বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান সবসময় বলে যাচ্ছে যে মাসুদ আজহার তাদের দেশে নেই। এই পরিস্থিতি মাসুদের ভাষণেই প্রমাণ হয় যে, ইসলামাবাদ গোড়া থেকেই ভারত-বিরোধী জঙ্গিপনা নিয়ে ভন্ডামি করে চলেছে।মাসুদ খলিফা শাসনের অবসানের শতবর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। গত ৩ ডিসেম্বর জয়েশের ডিজিটাল প্ল্যাটফর্মে ভাষণটি প্রকাশিত হয়।

Latest