নিজস্ব সংবাদদাতা : ঝাড়খণ্ডে দুটি ধাপে ভোট হচ্ছে। বুধবার ১৩ই নভেম্বর ৪৩টি ও বুধবার ২০শে নভেম্বর ৩৮টি কেন্দ্রে ভোট রয়েছে। এদিন মাওবাদী উপদ্রুত ঝাড়খণ্ডের সরাইকেলা-খঁরসোওয়া জেলার দুর্গম এলাকায় ভোট কর্মীদেরকে হেলিকপ্টারে বুথে পৌঁছে দেওয়া হয়। কাঁচা রাস্তায় যাতে মাওবাদীদের ল্যান্ডমাইন বিছানো না থাকে সেই কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। এছাড়া এই উপদ্রুত এলাকায় হেলিকপ্টারে করে নজরদারিও চালাচ্ছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী ও ঝাড়খণ্ড পুলিশ মিলিয়ে লং রুট পেট্রলিং-র পাশাপাশি এরিয়া ডমিনেশন চলছে। এছাড়া মাওবাদী দমনে অভিযানও চলছে। এই অভিযানে পড়শি রাজ্য বাংলার সাহায্য নিচ্ছেন তারা। সমগ্র ঝাড়খন্ড জুড়ে মাওবাদীদের একাধিক স্কোয়াড রয়েছে। সারান্ডার জঙ্গল এলাকায় রয়েছে অনল, আকাশ, মিসির বেশরার মতো কেন্দ্রীয় কমিটির সদস্য।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ড. নেহা অরোরা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৬৪.৮৬ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে রাঁচিতে ৫১.৫০ শতাংশ এবং সর্বোচ্চ ভোটদান হয়েছে খারসাওয়ানে ৭৭.৩২ শতাংশ৷
উল্লেখ্য, বুধবার সকাল সাতটা থেকে শুরু হয় প্রথম দফার ভোটগ্রহণ। ভোটদান পর্ব চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে ৯৫০টি স্পর্শকাতর বুথে বিকেল ৪টে পর্যন্ত চলে ভোটগ্রহণ। মাওবাদী অধ্যুষিত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। প্রথম দফার ভোটে ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ভোটগ্রহণ হয় এদিন। এই দফায় ভাগ্যপরীক্ষা হয় ৬৮৩ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা এক কোটি ৩৭ লক্ষ।