অপূর্ব মজুমদার : ৩রা শুক্রবার থেকে শুরু হচ্ছে গৌরবের ২৫ বছর খড়গপুর বইমেলা। আগামী ৫ ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে খড়্গপুর বইমেলা উদ্বোধন করবেন কবি জয় গোস্বামী, সাহিত্যিক আবুল বাশার এস পি ধৃতিমান সরকার সহ আরো অনেকে। চার তারিখে মরনোত্তর সম্মান জানানো হবে শিল্পী ডি. কিট্টু, ধীমান পাল, কমল কুন্ডু, অনিল ঘড়াই, নন্দদুলাল রায়চৌধুরী, অশোক মুখোপাধ্যায়, অমিতাভ বসু, চপল ভট্টাচার্য প্রমূখকে। সম্মানিত করা হবে পূর্ণেন্দু মুখোপাধ্যায়, পূর্ণেন্দু শেখর দাস, উদয় চট্টোপাধ্যায়, রতন বসু মজুমদার, রণবীর দত্ত, পলু দাশগুপ্ত, পীযূষ কুন্ডু, মানস রায়, প্রমূখকে, যাঁরা অতীতে বইমেলার সাথে যুক্ত ছিলেন।খড়গপুর বইমেলার স্থান গীতাঞ্জলি কমিউনিটি হল প্রাঙ্গণ (গিরিময়দান স্টেশনের নিকট)। এছাড়াও আসবেন ইমন চক্রবর্তী, সলমন আলি, সেঁজুতি দাস, আলতাফ রাজা, আশিষ বিদ্যার্থী, রাজু দাস বাউল ও সম্প্রদায় প্রমূখ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেবাশীষ চৌধুরী, অধ্যাপক তপন কুমার পাল, অপূর্ব চট্টোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, রিংকু চ্যাটার্জি, মৌসুমী সরকার প্রমূখ।মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কবি সম্মেলন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় ক্যুইজ ও দাবা প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা।