Skip to content

খড়গপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা!

1 min read

খড়গপুর বিভু কানুনগো : খড়গপুর ট্রাফিক পুলিশের পরিচালনায় ইন্দা সূর্যসেন মোরে পথ নিরাপত্তার উপর অনুষ্ঠান হয়। স্কাউট গাইড ফেলোশিপ পথ নাটিকা করে মানুষদের সচেতনতা বাড়াতে সাহায্য করে। নাটকে দেখানো হয় কিভাবে হেলমেট ছাড়া গাড়ি চালালে দূর্ঘটনায় জীবন চলে যায়।১৮ বছরের কমবয়সী কাউকে গাড়ি চালাতে দেবেন না এই আবেদন নাটকের মাধ্যমে দেখানো হয়। ট্রাফিক ওসি সঙ্গীত রায়, কার্তিক পাতর, পিন্টু ভূঁইয়া, উত্তম কুমার মন্ডল ও অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিল। ফেলোশিপের পক্ষে দেবাশিস খাটুয়া, শ্যামল চক্রবর্তীর,রুমা মজুমদার দীপিকা রাণা,মলি নন্দা কানন মাহাতো ও নির্মল ভট্টাচার্য নাটকে অংশ গ্রহণ করে।

Latest