প্রধানমন্ত্রী মোদীর এই সকল মন্তব্য যে অমূলক নয়, তার ফের নজির মিলল রবিবার। রোড শো করার সময় অ্যাম্বুল্যান্সকে আগে পথ ছেড়ে দিল প্রধানমন্ত্রীর কনভয়। বলা যায়, সুরক্ষার পরোয়া না করে নিরাপত্তার ব্যারিকেড ভেঙে অ্যাম্বুল্যান্সের জন্য আগে রাস্তা ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী। যা সাধারণত নজিরবিহীন। ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, নিজের লোকসভা কেন্দ্র, বারাণসীর রাস্তায় গাড়িতে করে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সামনে থেকে দেখতে রাস্তার পাশে বহু মানুষ জমায়েত হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষী দিয়ে একেবারে কনভয়ের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু, পিছনে অ্যাম্বুল্যান্স দেখতে পেয়ে প্রধানমন্ত্রীর মোদীর কনভয় রাস্তার ধারে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে যায়। আর সেই কনভয়ের মাঝ দিয়ে আগে ছুটে যায় অ্যাম্বুল্যান্স।পিছনে থাকা অ্যাম্বুল্যান্সকে যাওয়ার পথ করে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রীর চলন্ত কনভয় ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে প্রধানমন্ত্রীর কনভয় জমায়েতের সামনে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে যাওয়া এবং মাঝখানে অন্য গাড়ির প্রবেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু, নিজের নিরাপত্তা ও দলীয় প্রচারের পরোয়া না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এভাবে কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছেড়ে দেওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যমূলক।