পশিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : জেলার প্রায় ৪৫০ জন প্রতিযোগীকে নিয়ে Little Nest English Medium Primary School. এই প্রথম বর্ষ অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার মেদিনীপুর শহরে স্টেশন রোড শ্যাম সংঘ ভবনে। স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রানী অধিকারী জানান চারটি বিভাগে ক- খ- গ -ঘ, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পর্যন্ত প্রতিযোগিতাতে অংশ নিয়েছিল ৪৫০জন প্রতিযোগী। জেলা ব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন মেদিনীপুর,শালবনী ,গড়বেতা , ঝাড়গ্রাম এলাকার প্রতিযোগিতারা।অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে সুদৃশ্য মেমেন্টো।প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল এইদিন দুপুর ৩টে থেকে শুরু হয় প্রতিযোগিতা শেষ হয় বিকেল ।
