নিজস্ব সংবাদদাতা: মণিপুরের কাংপোকপি জেলার লাইমাটন এবং আইজেজাংয়ের মাঝে ঘন জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী, অসম রাইফেল্স ও পুলিশের যৌথ একটি টিম। উল্লেখ্য,গত ২১ অক্টোবর থেকেই অভিযান শুরু করে সেনা-পুলিশের যৌথ দল। তাতেই উদ্ধার করা হয় একটি স্নাইপার রাইফেল, একটি ৯ এমএম কার্বাইন মেশিনগান, ৯ এমএম পিস্তল, একটি বন্দুক এবং বেশ কিছু গ্রেনেড । অন্য দিকে, ২৪ অক্টোবর মণিপুরের থৌবালে পৃথক একটি অভিযানে ঘাস দিয়ে ঢেকে রাখা এক সুড়ঙ্গ থেকে আরও কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেখানে অভিযানে পাওয়া গিয়েছে একটি ৯ এমএম কার্বাইন পিস্তল, একটি শটগান, কয়েকটি গ্রেনেড এবং পর্যাপ্ত গোলাবারুদ। একই দিনে আবার পূর্ব ইম্ফলের সীমানায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি দূরপাল্লার মর্টার, একটি দো-নলা রাইফেল, দু’টি পিস্তল-সহ আরও নানা আগ্নেয়াস্ত্র। শুক্রবার দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চুড়াচাঁদপুর এবং পশ্চিম ইম্ফল থেকেও বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা সমস্ত আগ্নেয়াস্ত্র জমা করেছে মণিপুর পুলিশ।