পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই দুষ্কৃতী কাকলি তেলি নামে শিক্ষিকার গলার সোনার হার ছিনতাই করে পালায়। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে জানায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।সূত্রের খবর, দুই দুষ্কৃতী সোনার হারটি পাটনাবাজার এলাকায় গিয়ে একটি সোনার দোকানে ৪৫ হাজার টাকায় বিক্রি করেন। রাতেই পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে সোনার দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে গলিয়ে ফেলা সোনা ফেরত দিতে বলে।পুলিশের তৎপরতায় খুশি ওই শিক্ষিকা। সেই সঙ্গে পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে মাত্র তিন ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া সোনার হার টিকে উদ্ধার করায় খুশি এলাকার বাসিন্দারাও। তবে শরৎপল্লী এলাকায় এই ধরণের ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই দুষ্কৃতীরা এই ধরনের কাজ করে।