Skip to content

মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী শ্রী রামনবমী উৎসব উপলক্ষে আয়োজিত সুসজ্জিত এবং বর্ণাঢ্য আখড়া!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ‍ আলী : রামনবমী উপলক্ষ্যে রবিবার রাত্রে মেদিনীপুর শহরের মির্জাবাজার সুভাষ সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে প্রতিবছরের মতো এ বছরও মির্জাবাজার ও গয়লা পাড়া বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন তারা। রামনবমী উপলক্ষে রবিবার রাতে শহর পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা। মির্জা বাজার সুভাষ সংঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় মেদিনীপুর শহর বাসীর নজর কাড়ালো মুম্বাইয়ের বিশিষ্ট ব্যান্ড। হাজার হাজার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে উপভোগ করে এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে।এই শোভাযাত্রা শহরের কেরানিতলা এলাকায় যখন এসে পৌঁছয় সেই সময় আয়োজকদের ফুলের মালা এবং উত্তরীয় পড়িয়ে স্বাগত জানানো হয়। প্রায় দুই থেকে তিন হাজার মানুষের জন্য ঠান্ডা জল ও ম্যাংগো জুসের প্যাকেট দেওয়া হয় মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাব এর পক্ষ থেকে। মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের কোষাধক্ষ সাব্বির হোসেন বলেন, ধর্ম যে যার উৎসব সবার,। সম্প্রীতি রক্ষার জন্য রামনবমী আখড়া উপলক্ষ্যে অংশ নেওয়া মানুষদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়েছে। তাঁদের জন্য ঠান্ডা জল ও ম্যাংগো জুসের প্যাকেট তুলে দেওয়া হয়। সর্ব ধর্ম মানুষ ঐতিহাসিক মেদিনীপুর শহরে বসবাস করে। তবে কিছু অশুভ শক্তি ভাগ করতে চাইছে, তা কোনও মতেই করতে দেওয়া যাবে না।"আমরা একটি বৃন্দের দুটি কুসুম হিন্দু - মুসলমান ।

Latest