নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের নাগরিক গণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে, সুবিচারের দাবীতে একটি মিছিল সংগঠিত হলো বুধবার সন্ধ্যায়। মিছিলের নেতৃত্বে ওয়ার্ডের মহিলাগণ ছিলেন। বিভিন্ন বয়সের দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। পাশাপাশি ডাক্তার, অধ্যাপক, শিক্ষকগণ সহ বিভিন্ন পেশার আরও শতাধিক মানুষ মিছিলে পা মিলিয়েছেন । আর জি করের ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে, প্রকৃত অপরাধীকে অবিলম্বে সনাক্ত করে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মিছিলে অংশ নেওয়া নাগরিকবৃন্দ। মিছিলের সূচনায় বিধান নগর খেলার মাঠে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির সম্মুখে মোমবাতি প্রজ্বলন করে প্রয়াতা তরুণী চিকিৎসকের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর মিছিলটি বিধাননগর, কেরানীটোলা, স্টেশন রোড, মিত্র কম্পাউন্ড পরিক্রমা করে পুনরায় বিধান নগর মাঠে ফিরে আসে।