নিজস্ব প্রতিবেদন : জটিল রোগে আক্রান্ত অসহায় তিনজন শিক্ষার্থীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো মেদিনীপুর ছাত্রসমাজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মেদিনীপুর শহরের অশোনগর রেনেশাঁস ক্লাব প্রাঙ্গণে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে মেদিনীপুর নিবাসী কেরাটোকোনাস আক্রান্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিমিকা ভট্টাচার্য্য, খড়গপুর নিবাসী রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী কর্নিয়ার জটিল সমস্যায় আক্রান্ত অঙ্কিতা সিং এবং শিরোমণি গ্ৰাম পঞ্চায়েত নিবাসী, তাসারারা সিধু-কানহু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ব্রেন টিউমার আক্রান্ত আট বছরের সারজম মুর্মুর চিকিৎসার প্রয়োজনে শিক্ষার্থীদের পরিবারগুলির আবেদনে সাড়া দিয়ে তিন দিন মেদিনীপুরের রাজপথে নেমে ও অনলাইন ব্যবস্থার মাধ্যমে সংগৃহীত মোট এক লক্ষ আটত্রিশ হাজার তিনশত তিন টাকা ভাগ করে তিনটি পরিবারের হাতে তুলে দিল মেদিনীপুর ছাত্রসমাজ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা নুপুর ঘোষ, অশোকনগর রেনেশাঁস ক্লাবের সভাপতি প্রণব দুবে, সম্পাদক সুব্রত রায়, ওয়েষ্ট বেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের সহ-সভাপতি অসীম ধর শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত ,নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল,বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য সহ অন্যান্যরা। মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্ত্তী বলেন "বিগত দিনগুলির ন্যায় অসহায় পরিবারের আবেদনে সাড়া দিয়ে আমরা এবারেও যৎসামান্য অর্থ ওদের হাতে তুলে দিলাম। মানুষের জন্যে আমাদের এই লড়াই চলবে।"