Skip to content

শুরু হলো মেদিনীপুরে জঙ্গলমহল উৎসব২০২৫!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ২০শে জানুয়ারী সোমবার থেকে শুরু হলো জঙ্গলমহল উৎসব মেদিনীপুর শহরের বার্জ টাউন মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি,মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া,রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া প্রতিভা মাইতি, বিধায়ক পরেশ মুর্মু ,অজিত মাইতি প্রমুখ। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণ খোলা থাকবে। এই উৎসবে চাঙ নাচ, রণপা নাচ, পাতা নাচ, করম নাচ, বাহা নাচ, ভুয়াং নাচ, সাড়পা নাচ, ঘোড়ানাচ, নাটুয়া নাচ, পাইকনাচ, ঢালিনাচ, রায়বেশে নাচ, ঝুমুরগান, ভাদুগান, টুসুগান, বাউল গান সহ নানা ধরনের লোকনৃত্য দেখার ও লোকসঙ্গীত শোনার সুযোগ মিলবে। উৎসব প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন সরকারি দফতরের ৪২টি স্টল।

Latest