পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের সাঁতরাপুর অঞ্চলের রাঙটিয়া গ্রামে অতি বৃষ্টির কারণে বিপুল ভাবে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি পরিবার। বুধবার দুর্গত সেই পরিবার গুলির হাতে ত্রিপল, শিশুদের পোশাক সহ বিভিন্ন ত্রাণ তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও কেশিয়াড়ী ব্লকের বাঘাস্থী অঞ্চলের খড়িপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে অতি বৃষ্টির কারণে বিপুল ভাবে ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি পরিবার। বুধবার ওই গ্রামগুলিতে গিয়ে দুর্গত পরিবারগুলির হাতে ত্রিপল, খাদ্য সামগ্রী, পোশাক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু,সন্দীপ সিংহ,,অসিত পাল, বিডিও ও আই সি সহ আরো অনেকে। সাংসদ জুন মালিয়া বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা কেশিয়াড়ি থানার যেসব গ্রামগুলি ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং প্রচুর ক্ষতি হয়েছে। বুধবার সেই গ্রামগুলোতে গিয়ে দুর্গত পরিবারগুলির হাতে ত্রিপল, খাদ্য সামগ্রী, পোশাক সহ বেশ কিছু জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন রাজ্য সরকার দুর্গত পরিবারগুলির পাশে রয়েছে এবং আগামী দিনেও থাকবে।