পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২৫ দিন পেরিয়ে গেল এখনো কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অভয়া বিচার পাইনি এখনো। আর্থিক দুর্নীতি তদন্তে গতকাল সিবিআই গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ। কবে বিচার পাবে এই অভয়া। ঐতিহ্য প্রাকৃতিক বিপ্লব আর সংগ্রামের মেদিনীপুর শহরে ডাক্তারি ও চিকিৎসকদের থেকে স্লোগান উঠলো এমনই গন মিছিলে। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়ার চিকিৎসকদের আহবানে একটি গন মহামিছিলে যোগ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং মেদিনাপুর মেডিকেল কলেজ জুনিয়র ডক্টরসের সদস্যরা শুধু তাই নয় নার্স স্বাস্থ্যকর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিলে পা মেলান। এই মিছিল মেডিকেল কলেজ থেকে বেরিয়ে রিং রোড পরিক্রমা করে। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্রে কালেক্টরেট চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে জুনিয়ার চিকিৎসকরা। তারা হাতে মোবাইল ফ্লাশ লাইট জ্বালিয়ে এবং কণ্ঠে অরিজিৎ সিং এর আর কবে আর কবে গান গেয়ে প্রতিবাদের ঝড় তোলে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়ার চিকিৎসকরা। সেই সঙ্গেই প্রতিবাদীদের সংযোজন, আর কবে আর কবে? আর কবে অভয়া বিচার পাবে? আন্দোলনকে এক সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য আপামর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। তারই সঙ্গে যারা এখনো পথে নামেন-নি তাদের উদ্দেশ্যে অরিজিৎ সিং এর কন্ঠের এই গান গেয়ে প্রতিবাদ জানাই।