Skip to content

আর জি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের ধর্না মঞ্চ

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর জি কর কাণ্ড নিয়ে রাজ্যে তোলপাড় চলছে, বিশেষ করে বিচার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে। এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবার নতুন কৌশল গ্রহণ করেছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের ধর্না মঞ্চ। আর জি করের নৃশংস খুনের দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং ধর্ষন ও ধর্ষন করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে শনিবার মেদিনীপুরেও মিছিল ও ধর্না অবস্থান করল মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। এদিন মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে চলে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা ও শহর তৃনমূল নেতৃত্ব।

Latest