নিজস্ব সংবাদদাতা : রবিবার ১৬ ই ফেব্রুয়ারি ঘাটাল টাউন হলে মাস্টার প্ল্যানের ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির আলোচনা সভা হল ।এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, বিধায়ক অজিত মাইতি, বিধায়ক শিউলি সাহা ,সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনিষ জৈন, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। সাংসদ দেব বৈঠক নিয়ে বলেন, ‘‘ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কীভাবে এগোতে হবে, তা নিয়ে আজ আলোচনা হয়েছে। এখন কমিটিগুলি কাজ শুরু করবে এবং মানুষের কাছে পৌঁছাবে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমি ভোটে দাঁড়াতে চাইনি, তবে মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছেন যে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে, আর সেই জন্যই আমি ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ দেব জানিয়ে দেন যে, প্রকল্পটির জন্য রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হলেও, প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত করতে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকা প্রয়োজন।
