Skip to content

শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় অনেক জায়গায় মিছিল করে আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী: শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় অনেক জায়গায় মিছিল করে আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন তৃণমূল কর্মীরা। আর জি কর মেডিক্যালের চিকিৎসক ছাত্রীর ধর্ষন ও খুনের প্রতিবাদে এবং আগামী রবিবারের মধ্যে এই ধর্ষন ও খুনের সঙ্গে যুক্ত সমস্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শনিবার মেদিনীপুর শহর জুড়ে প্রতিবাদ মিছিল করল তৃনমূল। এদিন শহরের বিদ্যাসাগর হল থেকে এই প্রতিবাদ মিছিল বেরিয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা বলেন, আর জি করের ঘটনার প্রতিবাদের পাশাপাশি যে সমস্ত রাম, বাম, শ্যামের জোটের মাধ্যমে তাদের বাংলাকে অশান্ত করার চেষ্টারও প্রতিবাদ জানানো হয় এদিনের মিছিল থেকে।শনিবার বিকেল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন জেলা সভাপতি সুজয় হাজরা। মিছিলে পা মেলান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, কাউন্সিলার মৌসুমী হাজরা, মৌ রায়, নিরুপমা কোনার সীট, সৌরভ বসু, সীমা ভকত সহ হাজার খানেক দলীয় কর্মীরা।বিদ্যাসাগর হল থেকে মিছিলটি বের হয় যা গান্ধী স্ট্যাচু, পঞ্চুর চক, বটতলা চক পরিক্রমা করে।

মেদিনীপুর শহরে তৃণমুলের প্রতিবাদ মিছিল

ঘাটাল শহরে মিছিলে ছিলেন সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুতাইত, শহর সভাপতি অরুণ মণ্ডল প্রমুখ। ঘাটাল ব্লকের বরদা চৌকান এলাকায় মিছিলে অংশ নেন ব্লক সভাপতি দিলীপ মাজি, শঙ্কর দোলইরা। সবংয়ের তেমাথানিতে মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স। মানসের দাবি, ‘‘নারী সুরক্ষায় অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে।’’ খড়্গপুর শহরে ঝাপেটাপুর থেকে কৌশল্যা পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিলে ছিলেন পুরপ্রধান কল্যাণী ঘোষ। তবে দেখা যায়নি প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার, জেলা সহ-সভাপতি দেবাশিস চৌধুরীকে। প্রদীপ বলেন, ‘‘পারিবারিক কাজে কলকাতায় আছি। কাল আমার ওয়ার্ডে মিছিল করব।’’ দেবাশিসও বলেন, ‘‘আমি ওয়ার্ডের মিছিলে ছিলাম।’’ তবে দেবাশিসের স্ত্রী পুর-প্রতিনিধি নমিতা চৌধুরী ছিলেন পুরপ্রধানের মিছিলে।

বিকেলে ঝাড়গ্রাম শহরের রূপছায়া মোড়ে তৃণমূলের জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা শহরের মিছিল শুরু হয়ে পাঁচমাথার মোড়, শিবমন্দির মোড়, কোর্ট রোড, সুভাষ পার্ক হয়ে ফের পাঁচমাথা মোড় ঘুরে ছিমছাম মোড় হয়ে জেলা কার্যালয় চত্বরে শেষ হয়। নেতৃত্বে ছিলেন সাংসদ কালীপদ সরেন, মন্ত্রী বিরবাহা হাঁসদা প্রমুখ। 

Latest