Skip to content

এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : এসআইআর প্রক্রিয়ার জন্য বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম নিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। শুক্রবার তিনি দুর্গাপুরের বাড়িতে বসে সেই ফর্ম পূরণ করে জমা দেন বিএলওর হাতে। বিএলওর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস।প্রশাসনিক সূত্রে জানা যায়, এনুমারেশন বা ভোটার তালিকা সংশোধনের এই পর্যায়ে সাধারণ নাগরিকদের যেমন অংশগ্রহণ প্রয়োজন, তেমনই জনপ্রতিনিধিদের সক্রিয়তা জনসচেতনতার বার্তা বহন করে।সাংসদ কীর্তি আজাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশাসনিক উদ্যোগকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করে তুলবে।

ভোটার তালিকা হালনাগাদের এই পর্বে তাঁর মতো জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকা সাধারণ মানুষকেও উৎসাহ দেবে নিজেদের তথ্য সঠিকভাবে যাচাই ও সংশোধন করতে।একই সঙ্গে এই পদক্ষেপ মনে করিয়ে দিল — নাগরিক দায়িত্ব শুধু ভোট দেওয়াতেই শেষ নয়, নিজের নামের সঠিক উপস্থিতিও ততটাই গুরুত্বপূর্ণ।এদিন সাংসদ বলেন, ‘আমি এখানে নতুন ভোটার হয়েছি। এখানে এখনও ভোট দিইনি। এদিন আমাকে এনুমারেশন ফর্ম দেওয়া হল। আমি ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিয়েছি।আমরা চাই একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।’ তিনি আরও বলেন, ‘দলনেত্রীর নির্দেশ মতো এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অন্য জায়গার মতো দুর্গাপুরেও ১৫ টা শিবির করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আমি সেইসব শিবিরে ঘুরছি। এইসব শিবির থেকে সাধারণ মানুষদেরকে সবরকম সাহায্য করা হচ্ছে।’

Latest