Skip to content

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের প্রতাপপুর সহ একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : টানা তিন দিনের বৃষ্টি এবং তারপর ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা সহ রাজ্যের একাধিক জেলা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের প্রতাপপুর সহ একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস ও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। সাধারণ মানুষকে কিছু ত্রাণও তুলে দেন তাঁরা৷ সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রী বরাবরই বলেন Man Made বন্যা। কিন্তু আপনি যদি জানেন ‘ম্যান মেড বন্যা’ হবে, আপনি একবছরে কী প্রস্তুতি নিয়েছেন? মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে, ওনার দ্বারাই তৈরি বন্যাটা। উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকঠাক মেরামতির ব্যবস্থা করতেন, তাহলে এই অবস্থা হত না।” ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন সুকান্ত। তাঁর অভিযোগ, “ঘাটালের সমস্যা সমাধানের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবসময় দ্বৈরথের মানসিকতা থেকে বের হয়ে এসে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে এগোতে হবে।

Latest