Skip to content

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দরজা খুলতেই উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার আমতলা এলাকায়। মৃত বধূর নাম ডলি পাত্র(৩০)। তাঁর বাড়ি ওই থানারই বেলুট গ্রামে। পুলিশ জানিয়েছে, কেশিয়াড়ির আমতলা এলাকায় দুই সন্তানকে নিয়ে তিনি একটি ভাড়া বাড়িতে থাকতেন। স্বামী খড়্গপুর জিআরপিতে কর্মরত। দুই সন্তানের একজন অষ্টম শ্রেণিতে ও অপরজন চতুর্থ শ্রেণিতে পড়ে। গত শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা ঘরের মধ্যে মাকে ডাকতে গেলে দেখে, দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করেও দরজা না খোলায় বাড়ির মালিক ও প্রতিবেশীরা দরজা ভেঙে দেখেন, বেডরুমে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ ঝুলছেন। খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

Latest