Skip to content

অঙ্ক পরীক্ষা আশানুরূপ না হওয়ায় আত্মঘাতী পিংলার মাধ্যমিক পরীক্ষার্থী!

1 min read

পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচকের নারাথা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী। নাম শুভম দুয়ারী। বয়স ১৬ বছর। শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরীক্ষা আশানুরূপ হয়নি বাড়ি ফিরে ছিল চুপচাপ। রাতে খাওয়া-দাওয়া করে ঢুকে নিজের ঘরে। তারপরই ঘটে সবাইকে চমকে দেওয়ার মতো ঘটনা রবিবার সকালে ডাকাডাকি করেও বছর ১৬-র মাধ্যমিক পরীক্ষার্থী শুভমের সাড়া পাওয়া গেলোনা। শেষমেশ দরজা ঠেলে বাড়ির লোকজন ঘরে ঢোকে দেখেন পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শুভমকে মৃত বলে ঘোষণা করেন। মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পশ্চিম মেদিনীপুরের কনভেনর সুভাষ জানা বিষয়টি সম্পর্কে জানান, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ঠিক কী হয়েছিল, খবর নেওয়া হচ্ছে।’’ অন্যদিকে স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Latest