পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি উপেক্ষা করে বৃহস্পতি বার আবারো মেদিনীপুরের রাজপথে নারীশক্তির হুঙ্কার.. ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উওমেন সেল এর সভাপতি কান্তা বাসুর আহ্বানে সাড়া দিয়ে মেদিনীপুরের মা- বোনেরা 'দিন আমাদের, রাত আমাদের' স্লোগান দিয়ে আবারো নামলো মেদিনীপুরের রাজপথে।দোষীদের শাস্তি এবং নারী নিরাপত্তার সুরক্ষা নিশ্চিতকরণ এর দাবিতে বিক্ষোভ মিছিল করে নারীশক্তি। বিক্ষোভ মিছিল শুরু হয় মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের সামনে থেকে। তারপর মেদিনীপুরের পঞ্চুর চক, এল.আই.সি মোড়, বটতলা হয়ে প্রবল বৃষ্টি ও বিদ্যুতের ঝলকানি উপেক্ষা করে আবার কলেজ স্কোয়ারে এসে সমাপ্তি বক্তব্য ও স্লোগানের মধ্য দিয়ে মিছিলের সমাপ্তি হয়।