Skip to content

সালমান খানে বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতীরা!

নিজস্ব সংবাদদাতা : ভোর তখন ৫টা, রবিবার ছুটির দিনে গোটা শহর ঘুমোচ্ছে। ঠিক তখনই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে শোনা যায় গুলির আওয়াজ। ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাইকে করে আসা দুই ব্যক্তিকে। মোট ৫ রাউন্ড গুলি চলে, তার মধ্যে ২ রাউন্ড গুলি সলমনের বাড়ির বারান্দায় লাগে। হামলার পরই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সলমনের বাড়ি। ইতিমধ্যেই তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই বন্দুকবাজের মধ্যে একজনকে চিহ্নিতও করা হয়েছে। অভিযুক্তের নাম বিশাল। সে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য রোহিত গোদারার অধীনে কাজ করে।এদিকে সূত্রে খবর, এই ঘটনার পরপরই সলমন খানের সঙ্গে ফোনে নিজে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর নিরাপত্তা নিয়েই কথা হয় দুজনের এরপর শিন্ডে মহারাষ্ট্রে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন বলেও খবর। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী ফোনে পুলিশ কমিশনারকে সলমনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

Latest