নিজস্ব সংবাদদাতা : গত ৪ নভেম্বর রাজ্য সআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনে ( বিশেষ নিবিড় সংশোধন) প্রথম ১০ দিনে পশ্চিম বর্ধমান জেলায় ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম বিলি করা হয়েছে। সংখ্যায় তা হলো ২০ লক্ষ ১০ হাজার। ১২ই নভেম্বর বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে জেলাশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক এমনটাই জানিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম। এই জেলায় বিএলওদের ২৩ লক্ষ ২৭ হাজার ফর্ম বিলি করতে হবে। এদিন দুপুরে আসানসোলের কল্যানপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলমের সভাপতিত্বে এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।এদিনের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলাশাসকের কাছে এসআইআর সম্পর্কিত নানা সমস্যার কথা তুলে ধরেন। এদিনের বৈঠকে জেলাশাসক ও নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন এডিএম বা অতিরিক্ত জেলাশাসক সুবাশিনী ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য প্রশাসনিক আধিকারিকেরা।যেমন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইটুন্ডি ও বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তীরা এক জায়গা থেকে অন্যত্র কাজের বা অন্য কোন সূত্রে চলে যাওয়া ভোটাররা যাদের পরবর্তীতে ভোটার তালিকায় নাম ওঠেনি তারা কীভাবে কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন তা নিয়ে জানতে চাওয়া হয়। প্রসেনজিৎবাবু যেমন বলেন, কেউ আগে চিত্তরঞ্জনে থাকতেন।